
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়টি জানায়, শুক্রবার ইসরাইলি বাহিনী রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো ফেরত দিয়েছে।মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইলি দখলদার বাহিনী গতকাল শুক্রবার রেড ক্রসের মাধ্যমে ১৫ শহীদের মরদেহ হস্তান্তর করেছে। এ নিয়ে মোট ৩৩০ মরদেহ পাওয়া গেছে।’ মন্ত্রণালয় আরও জানায়, এর মধ্যে এখন পর্যন্ত ৯৭ জনের পরিচয় শনাক্ত করা গেছে।
৭৩ বছর বয়সী ইসরাইলি জিম্মি মেনি গডার্ডের দেহাবশেষের বিনিময়ে এই মরদেহগুলো ফেরত দেওয়া হয়েছে। হামাস বৃহস্পতিবার রেড ক্রসের মাধ্যমে তার দেহাবশেষ ইসরাইলে ফেরত পাঠায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com