জয়পুরহাটের কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ফ্রি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধি ও নতুন রোগী সনাক্তকরণের লক্ষ্যে শনিবার বেলা ১১টায় বর্ণাঢ্য আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালি শেষ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও কালাই ডায়াবেটিস সমিতির সভাপতি শামিমা আক্তার জাহান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন,জেলা বিএনপির সদস্য অনিছুর রহমান তালুকদার, পৌর বিএনপির আহবায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, শিরট্টী কলেজের প্রিন্সিপাল শাহজাহান আলী ও কালাই ডায়াবেটিস সমিতির আজীবন সদস্য এরশাদুল তপন।
আলোচনা সভা শেষে ওয়ালটন এর পরিবেশক মেসার্স ইয়া ইলেকট্রনিকস এর পক্ষ থেকে কালাই ডায়াবেটিক সমিতিতে নিয়মিত ডায়াবেটিস চেকআপের জন্য ৫ জনকে পুরস্কার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com