কুমিল্লা - ১১ চৌদ্দগ্রাম আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে দশটায় এক বিশাল গাড়ি বহর নিয়ে শোভাযাত্রা শুরু করে।
পাঁচ শতাধিক গাড়ি বহর নিয়ে শোভাযাত্রাটি চৌদ্দগ্রাম পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক হয়ে উপজেলার দক্ষিণাঞ্চল আলকরা ইউনিয়নের লক্ষীপুর বাজার হয়ে শাহ ফখরুদ্দিন সড়ক দিয়ে চৌধুরী বাজার,ধোড়করা বাজার,করপাটি বাজার, উত্তরাঞ্চলের মুন্সিরহাট বাজার, চৌমুহনী বাজার,কাদৈর বাজার,কাশীনগর বাজার ও মিয়াবাজার হয়ে সন্ধার পরে মহাসড়ক দিয়ে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। গাড়ি বহর থেকে কাশীনগর বাজারের পথ সভায় জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে কামরুল হুদা বলেন,ধানের শীষ প্রতীক পেয়ে আমি আজ আপনাদের নিকট এসছি, ধানের শীষ প্রতীকের প্রার্থীকে দোয়া করবেন এবং ভোট দিয়ে দুরে কোথাও যেতে হবে না। আমি আপনাদের সন্তান আপনাদের নিকটে আছি ও থাকবো।চৌদ্দগ্রামে ধানের শীষের আনভিলিব এবল জোয়ার সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com