সাদা ওড়না দোলে হাওয়ায়, ভিজে ভোরের শিশিরে,
মুখে লেগে আলো ঝরে, চুপে বলে নিঃশব্দ নীরে।
যেন পবিত্র এক প্রতীক, প্রেমের মৃদু ছোঁয়ায়,
দূর আকাশে ভেসে চলে, মায়ার মেঘের কয়ায়।
গ্রামের পথে হেঁটে যায়, কিশোরীর মন ভরা,
সাদা ওড়না দোলে তার, রোদের সঙ্গে সোহাগ করা।
চোখে তার স্বপ্ন ঝিলিক, মাটির গন্ধ ঘিরে,
ওড়নার নিচে লুকিয়ে আছে, অজানা কাব্য নীরে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com