
অবশেষে ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সরকারি অচলাবস্থা থেকে মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শাটডাউন ঠেকাতে সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও পাস হয়েছে এ সংক্রান্ত বিল।
বুধবার (১২ নভেম্বর) ২২২-২০৯ ভোটে পাস হয় বিলটি। ডেমোক্রেটদলীয় ৬ আইনপ্রণেতা অবস্থান নেন বিলটির পক্ষে। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলেই অবসান ঘটবে ৪৩ দিনের এই শাটডাউনের।
এর আগে, গত সোমবার সরকারি তহবিলের অর্থের যোগান দিতে সিনেটে পাস হয় বিলটি। এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি সেবাগুলো পুনরায় সম্পূর্ণরূপে চালু হবে।
উল্লেখ্য, দীর্ঘ শাটডাউনের ফলে দেশটির লাখ লাখ সরকারি কর্মীর বেতন আটকে রয়েছে। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সরকারি সেবা। বাতিল হয়েছে কয়েক হাজার ফ্লাইট।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com