বাংলাদেশ স্কাউটস এর উপ-প্রধান কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন,যতদিন পর্যন্ত আমরা দেশের প্রতি দায়িত্বশীল না হবো,ততদিন আমরা দেশকে পরিবর্তন করতে পারব না। আমার বিশ্বাস আগামী দিনে দেশ পরিবর্তনের মূল কান্ডারি হবে কাব স্কাউটস এর বন্ধুরা’।
সোমবার সকাল ১১টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত নবম জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী সহ অন্যরা।
জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়। শেষে পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলা কাব দল গান ও নৃত্য পরিবেশন করে।
এর আগে শহরের রামদেও বাজলা সরকারি স্কুল মাঠ থেকে বের হওয়া একটি বর্ণাঢ়্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণের পর কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। এতে জেলার ৪৮৭টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কাব-স্কাউট দল অংশ নেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com