জয়পুরহাটের কালাইয়ে চলছে রমরমা সুদের ব্যবসা। প্রতি মাসে হাজার থেকে লাখ টাকা পর্যন্ত সুদ দিতে হয় গ্রহীতাদের। মাস শেষে সুদের টাকা দিতে না পারলে সুদ বৃদ্ধি পায়। সেই সুদ দিতে না পারলে এসি, ওয়াশিং মিশিং এমনকি টিভি ও দিতে হয় সুদি মহাজনদের।
এরকমই একটি ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের চাকলমুয়া নিমেরপাড়া গ্রামের কামরুজ্জামান এর ছেলে রাকিবের সাথে।
জানা গেছে, উপজেলার পুনট বাজারে একটি দোকান ছিল রাকিবের। ভালো সম্পর্কও ছিল দাঁতন ব্যবসায়ী সুজাউল (নান্টু) এর সাথে। সে সুবাদে রাকিব সুজাউল ( নান্টু) এর কাছ থেকে ৪ লক্ষ্য টাকা সুদে নেন। সেটার পরিবর্তে প্রতি মাসে ৪০ হাজার টাকা করে সুদ পরিশোধ করতেন তিনি। তবে একপর্যায়ে সুদের টাকা না দিতে পারায় নান্টু মিয়া রাকিবের বাড়ি থেকে এসি, ওয়াশিং মেশিনসহ আসবাবপত্র নিয়ে যান।
অভিযুক্ত দাঁতন ব্যবসায়ী সুজাউল ওরফে নান্টু জানান,তার সাথে রাকিবের ভালো সম্পর্ক ছিল সবাই তাকে টাকা দিতে চাইতো না সেজন্য আমার মাধ্যমে বিভিন্ন যায়গা থেকে প্রায় ১১ লাখ টাকা নিয়ে দিয়েছি এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে। পরবর্তী প্রশ্নের উত্তর জানতে চাইলে সে বিষয়ে কিছু না বলে চলে যান। অভিযুক্ত দাঁতন ব্যবসায়ী সুজাউল ওরফে নান্টু পুনট এলাকার সার ব্যবসায়ী বারিক এর ছেলে।
ভুক্তভোগী রাকিব জানান, পুনট বাজারে ব্যবসার সুবাদে নান্টুর সঙ্গে আমার পরিচয় হয়। তার কাছ থেকে ৪ লাখ টাকা নিয়েছিলাম। এই টাকার সুদ প্রতি মাসে ৪০ হাজার টাকা করে প্রায় ছয় মাস দিয়েছে। এক পর্যায়ে টাকা দিতে না পারলে ঘরের আসবাবপত্র দিয়ে দেন তিনি। পরে লোন দেওয়ার কথা বলে চেক নিয়ে ২০ লক্ষ্য টাকার মামলা করেন সুদ ব্যবসায়ী। মামলার কারণে তিনি এখন ঘরছাড়া। তিনি ন্যায়বিচার চান।”
ভুক্তভোগী রাকিব এর বাবা কামরুজ্জামান জানান, তার ছেলের সাথে ভালো সম্পর্ক থাকায় চার লক্ষ টাকা নিয়েছে রাকিব তিনি জানতো না। তবে সুদের টাকা না দিতে পারলে বাসায় আসতো টাকা নিতে তখন শুনেছি। চার লক্ষ টাকার পরিবর্তে ২০ লক্ষ্য টাকার মামলা দায়ের করেছে এটার সঠিক তদন্ত হওয়া উচিত ।
এ বিষয়ে ঐ গ্রামের প্রতিবেশি জাহানারা বেগম জানান, কিছুদিন আগে লোকজন সহ রাকিবের বাড়িতে এসে এসি, টিভি নিয়ে চলে যায় নান্টু। তিনি এলাকায় সুদের ব্যবসা করে ২ লাখ লিলে ৫ লাখ টাকার মামলা করে সুদ না দিতে পারলেই মামলা করে এটার ব্যবসা৷
এ বিষয়ে আইনজীবী উজ্জল জানান, রাকিবের নামে একটি চেকের মামলা হয়েছে। রাকিব জানিয়েছে তার সাথে প্রতারণা করে মামলা করা হয়েছে যে মামলা করে সে টাকা পাবে না । তবে সম্পর্কের কারণে কিছু টাকা হাওলাত নিয়েছে এর পরে চেক নিয়ে মামলা করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com