পটুয়াখালীর গলাচিপায় তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতিতে অংশ নিয়েছেন ৩০ নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সারাদেশ ব্যাপী প্রাথমিক সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রবিবার সকালে তারা এ কর্মসূচি পালন করেন।
শিক্ষকরা জানান, তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—সহকারী শিক্ষকদের বেতন স্কেল পুনর্বিন্যাস, পদোন্নতির সুযোগ বৃদ্ধি এবং শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ না থাকায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
কর্মবিরতির কারণে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।
অন্যদিকে, অভিভাবক ও শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান করে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com