প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৯:১৮ পি.এম
কবিতা/হিমেল হাওয়া/রাহেলা আক্তার

হিমেল হাওয়া
রাহেলা আক্তার
আজি এ হিমেল হাওয়ায় দোলা দিল অন্তরে,
কি ভীষণ মৌনতা এনে দিল প্রান্তরে।
খোলা জানালায় উলবেগ উড়ে চুল হাওয়াতে—
স্বপ্নে বিভোর, নিমগ্ন কাছাকাছি থাকাতে।
এক ঝাঁক রৌদ্র এসে ঝলমল করে জলকেলিতে ভাসে,
জুঁই, শিউলি আর হাস্নাহেনারা গোমরা মুখে হাসে;
জলরাশির ভাঁজে ভাঁজে লোহিত মানবীরা রোজ আসে,
মাঝে মাঝে কৃষ্ণপক্ষের তমসাঘন বিভাবরীর বুক ভাসে।
হিমেল হাওয়ায় হেমন্তের এই শুভক্ষণে—
হৃদয় জুড়ে স্বপ্নরা সব আছে ঘিরে হৃদ্অঙ্গনে।
কি যে অমৃত সুবাস ধানের ক্ষেতের ফুলে,
মন প্রাণ ভরে গেল সোনার ফসলে।
হিমেল হাওয়া পরশ নিয়ে আসলো যে শীতের,
হেমন্তের আগমনী ধ্বনি ঝংকার তুলে সংগীতের।
বহিছে হিমেল মনে আনন্দের জোয়ার,
সুভাষণে মোহিত প্রকৃতির ঝংকার।
মেঘমুক্ত ঐ নীল গগন মৃদু হিমেল বাতাসে,
হেমন্তের নানান বাহার সুবাস ছড়ায় আকাশে।
হিমেল হাওয়া ধরার বুকে শীত আনল ফিরে,
নবান্নের উৎসব নিয়ে প্রকৃতির রানিকে ঘিরে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত