AALCCO-ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রথম, তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। ১ নভেম্বর,২০২৫ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের বৃত্তির যোগ্যতা যাচাই ও মেধা বিকাশে উৎসাহিত করাই এ পরীক্ষার মূল লক্ষ্য। এ পরীক্ষার মাধ্যমে যোগ্য ও পরিশ্রমী শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নে সক্ষম হবে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। এ ধরনের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এ অনুষ্ঠানটি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে, ভবন-২, বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হয়। তাদের ভর্তির ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির এ আয়োজন করে থাকেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রত্যেক শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত,সাধারণ জ্ঞান ও হাতের লেখাসহ ৫টি বিষয়ে মোট ১০০ মার্কের পরীক্ষা নেওয়া হয়। অভিভাবক ও শিক্ষকরা জানান, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এটি একদিকে আর্থিক সহায়তা অন্যদিকে জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলাফল দ্রুততম সময়ের মধ্যেই প্রকাশ হবে এবং মেধাবী শিক্ষার্থীদের সরকারি বিধি মোতাবেক ২ বছর যাবৎ বৃত্তি প্রদান করা হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com