
সুপারের মেয়েকে মাদ্রাসায় চাকরি দিতে ‘পাতানো’ নিয়োগ পরীক্ষা, আড়ালে করতে ছোট মেয়ের ধুমধামে বিয়ের আয়োজন!
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বড় মেয়েকে ল্যাব সহকারী পদে নিয়োগ দিতে ‘পাতানো’ পরীক্ষা আয়োজনের অভিযোগ উঠেছে। তিনি মাদ্রাসায় পাতানো নিয়োগ পরীক্ষা আড়াল করতে একই দিনে তাঁর ছোট মেয়ের বিয়ের আয়োজন করেন।
মাদ্রাসার নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, সুপার সাহেব আজকে (শুক্রবার) তাঁর ছোট মেয়ের বিয়ের দাওয়াত দিয়েছিলেন। আমার সুপার সাহেবে মেয়ের বিয়ের দাওয়াত খেতে এসে দেখছি মাদ্রাসায় ল্যাব সহকারী পদে নিয়োগের আয়োজন করা হয়েছে। ওই নিয়োগ পরীক্ষায় সুপার সাহেবের বড় মেয়ে নিয়োগ পেয়েছেন।
মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাদ্রাসায় ল্যাব সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। গতকাল শুক্রবার মাদ্রাসার প্রাঙ্গণে ল্যাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপারের বড় মেয়ে এ পদে আবেদন করেন। এ কারণে সুপার নিয়োগ বোর্ড থাকতে পারবেন না। তিনি মাদ্রাসার সহ সুপার নিয়োগ বোর্ডের সদস্য সচিবের দায়িত্ব দেন। সুপার তাঁর মেয়ে এই পদে নিয়োগ দিতে নিয়োগ বোর্ডের সংশ্লিষ্টদের আগেই মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করেন। তিনি শুক্রবারে বাড়িতে তাঁর ছোট মেয়ে সিদ্দিকা খাতুনের বিয়ের আয়োজন করেন। অন্যদিকে একই দিনে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষারও আয়োজন করা হয়। ওই নিয়োগ পরীক্ষায় সুপারের বড় মেয়ে সোনিয়া আক্তার অংশ নেন। ডিজির প্রতিনিধি হিসেবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মোহাম্মদ শুকুর আলম মজুমদার উপস্থিত ছিলেন।
পরীক্ষার শেষে সুপারের বড় মেয়েকেই উত্তীর্ণ ঘোষণা করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, শিক্ষক নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে, এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন।
(নাম) প্রকাশে একজন নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি বলেন, এটা পাতানো নিয়োগ পরীক্ষা সেটি আগে জানলে নিয়োগ পরীক্ষায় অংশই নিতাম না। মাদ্রাসার সুপারের মেয়েকে পরীক্ষার উত্তীর্ন দেখানো হয়েছে। আমরা নিয়োগ পরীক্ষা বাতিল দাবি করছি।
এ বিষয়ে পুনট মাদ্রাসার সুপার ছফির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাইলে পরিচয় তিনি গণমাধ্যম পরিচয় পেলে তিনি কেটে দেন। পরে তাকে একাধিকবার ফোন দিলে তিনি আর রিসিভ করেননিই।
পুনট দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি মাহমুদুল হাসানের সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি বার বার বলেন সাক্ষাতে এসে কথা বলতে চেয়েছেন।
কালাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল হাসান মুঠো ফোনে বলেন, সবকিছু নিয়ম অনুসারে নিয়োগ পরীক্ষা হয়েছে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সুপারের মেয়ে নিয়োগ প্রাপ্ত হয়েছেন। এবং একই দিনে সুপারের মেয়ের বিয়ের আয়োজন সেটা তার জানা নাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com