গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু আজ মেলান্দহ উপজেলা রিপোর্টর ইউনিটির কার্যালয়ে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে তিনি নিজেকে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিপুলসংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন। তাছাড়া মেলান্দহ - মাদারগঞ্জ উপজেলার বিএনপির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু সংবাদ সম্মেলনে বলেন আমি ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর হতে এপর্যন্ত মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার মানুষের জন্য কাজ করে চলছি। দুই উপজেলার রাস্তাঘাট, হাটবাজার,শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, নদী ভাঙনের ব্যবস্থা গ্রহণ, মসজিদ, মন্দির, গরীব দুস্ত অসহায় মানুষের জন্য বিভিন্ন দপ্তর হতে বিশেষ আর্থিক অনুদানের ব্যবস্থাসহ করে আসছি। মানুষ আমার কাজ সমূহ ইতিবাচক হিসেবে নিয়ে আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি মনোনয়ন প্রার্থী হিসেবে অনুপ্রেরণা যুগিয়েন। মানুষের চাহিদার জন্য আমি ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি আশা করছি মেলান্দহ - মাদারগঞ্জ উপজেলার মানুষ আমাকে সহযোগিতা করবেন এবং আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে দল যদি আমাকে মনোনয়ন দেন, আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবো। দুর্নীতি ও শোষনমুক্ত সমাজ প্রতিষ্ঠায় আমার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে আমার উপর অনেক নির্যাতন করা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এমনকি ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা হয়েছে, আমাকে চাকুরি হতে ওএসডি করা হয়েছে, বিএনপির করার কারণে চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে, ৫ আগস্টের পরে আমাকে চাকুরীতে পুন:বহাল সহ সচিব পদে বকেয়া পদোন্নতি দিয়েছে। আমি অবসরে গিয়েছি। বর্তমানে এলাকার উন্নয়নের জন্য কাজ করছি।মানুষ আমার কাছে প্রত্যাশা করছে আমি যাতে এমপি প্রার্থী হই।এজন্যই আমি বিএনপির মনোনয়ন প্রত্যাশী হয়েছি। দল মনোনয়ন দিলে আমি নির্বাচন করবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com