আটচল্লিশের আলো
২৫ অক্টোবর ২০২৫ ,উপলক্ষ্য: ৪৮ বছর পূর্তি
মোহাম্মদ আলীম-আল-রাজী
উৎসর্গ
জীবনের সব আনন্দ, শ্রম, অর্জন ও ভালোবাসার পথে
যারা সঙ্গী হয়েছেন—
তাঁদেরই প্রতি এই কবিতার উৎসর্গ।
ভূমিকাবাণী
সময় থেমে থাকে না—
তবু কিছু দিন, কিছু তারিখ মনে রাখে জীবনের মাইলফলক।
২৫ অক্টোবর ২০২৫—একটি এমনই বিশেষ দিন,
যেদিন সম্পূর্ণ হলো জীবনের ৪৮ বছরের আলোছায়ার পথচলা।
অভিজ্ঞতার, পরিশ্রমের, আর অনন্ত আশার প্রতীক এই দিন।
আটচল্লিশের আলো
২৫ অক্টোবর হাসে,
আলো নামে প্রভাত ভাসে,
আটচল্লিশ বছরের গান,
বয়ে যায় প্রাণে প্রাণ।
কত সুখ-দুঃখ মিশে,
হৃদয় জুড়ে স্নেহ নিশে,
সবটুকু আজ স্মৃতির ঢেউ,
জীবনের রঙিন বেউ।
সময় বলে— “থেমো না”,
নব আলোয় বেঁধো না,
প্রতি বছর হোক জয়ধ্বনি,
স্বপ্ন থাকুক জীবনী।”
উপসংহার
চলুক পথচলা এমনই,
ভালোবাসা হোক চিরদিন,
২৫ অক্টোবর রাখে কথা—
আলো ছড়াক জীবনের পাথা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com