 
     সংগুপ্তছায়ার হরিণী
সংগুপ্তছায়ার হরিণী
মোহাম্মদ আলীম -আল-রাজী 
সংগুপ্তছায়ার হরিণী নাচে,
চোখে তার মায়া, গভীর আভাসে।
পাতার ফাঁকে ফাঁকে আলো ঝরিছে,
নিস্তব্ধ বাতাসে গন্ধ মিশিছে।
তৃষ্ণার ফুল ফোটে তার পদতলে,
বনের কাননে সুর বাজে ছলে।
পথিক থমকে চায় স্বপ্নের মতো,
হরিণী হাসে মায়ার শত ছোঁতো।
নীরব চাহনিতে ঝরে বনভূমি,
বাতাস থেমে যায় তারই ভ্রমী।
মাতাল ভঙ্গিতে নাচে হরিণী,
ছায়ার ভিতরে লুকায় সুরিণী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com