পটুয়াখালীর গলাচিপায় তথ্য অধিকার আইনে তথ্য চাইতে গেলে বাঁশবুনিয়া ইসলামি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল বাশার বলেন, তিনি এখন মাদ্রাসায় চাকরি করেন না চাকরি করেন হাইকোর্টে। গতকাল বুধবার ২৯ অক্টোবর ২০২৫ তথ্য অধিকার আইনে করা আবেদনের মেয়াদ ৩০ দিন পার হলে মুঠোফোনে ০১৮৫২২৯৫০৭৫ এই নম্বর দিয়ে তার নিজ ব্যবহৃত নম্বর ০১৭১৬৯১২৪৭৬ নম্বরে কল করে তথ্য চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, আমি এখন মাদ্রাসায় চাকরি করিনা আমি চাকরি করি হাইকোর্টের। তথ্য আমার কাছে নাই আমি দিব কিভাবে.?
উল্লেখ্য উপজেলার বাঁশবুনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনিয়মের অভিযোগে তথ্য চেয়ে সাংবাদিক জসিম উদ্দিন আহম্মেদ তথ্য অধিকার আইনে আবেদন করলে প্রথমে নিতে অস্বীকৃতি পরে উপজেলা নির্বাহী অফিসার এর সহযোগিতায় গ্রহণ। গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ সোমবার দুপুর ১২ টায় উপজেলার আমখোলার মুদির হাট বাজার সংলগ্ন আলিম মাদ্রাসায় এ আবেদন করা হয়। বাঁশবুনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার এর নিকট তথ্য চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন প্রদান করা হলে তিনি সে আবেদন না রেখে ছুড়ে ফেলে দেন এবং বলে আপনাকে কেন তথ্য দিব আপনারা কে.? আপনারা আসছেন চা- বিস্কুট খেয়ে চলে যাবেন। এ মাদ্রাসার বিষয়ে আপনাদের তথ্য চাওয়ার অধিকার নাই। পরে বিষয়টি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসানকে অবহিত করলে মুঠোফোনে ঐ অধ্যক্ষকে আবেদন গ্রহণ করতে বলেন। এরপরে আবেদন গ্রহণ করে। যেসব বিষয়ে তথ্য চেয়ে আবেদন করা হয়েছে তা হলো, মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগ সংক্রান্ত তথ্য, এবতেদায়ী প্রধান নিয়োগ সংক্রান্ত তথ্য, মাদ্রাসার আয়-ব্যয় হিসাবের তথ্য ও কমিটির তালিকা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com