 
     
 
Global Law Thinkers Society কর্তৃক গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-কে ‘Guardian of the Earth Award 2025’ প্রদান করা হয়েছে। উত্তরাঞ্চলের চরাঞ্চলভিত্তিক মানুষের উন্নয়ন, ক্ষমতায়ন ও টেকসই পরিবর্তনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের পাঁচটি দেশের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের মাননীয় রাষ্ট্রদূত জনাব হাজী হারিস বিন হাজী ওথমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম। তিনি এই অর্জনকে উত্তরাঞ্চলের চরবাসীর প্রতি GUK-এর দীর্ঘদিনের অঙ্গীকার ও নিবেদনের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
অন্যান্যদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করা হয় বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী জয়া আহসানসহ দেশি ও বিদেশি আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com