জামালপুর জেলা মেলান্দহ উপজেলা ৯নং ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পরিষদের সকল সদস্যবৃন্দ।
শনিবার সকালে ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সকল সদস্য এতে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিষদের সদস্যবৃন্দ অভিযোগ করেন, প্যানেল চেয়ারম্যান আমিনুল হক দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি বরাদ্দ বিতরণ এবং প্রশাসনিক কার্যক্রমে স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। তার দুর্নীতি ও অনিয়মের কারণে এলাকার সাধারণ জনগণ প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সদস্যদের পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ বিষয় পরিচালনা করার কারণে পরিষদের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে বলেও তারা অভিযোগ করেন।
ইউপি সদস্যরা বলেন, প্যানেল চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বার্থে তারা সম্মিলিতভাবে তার অপসারণের দাবি জানাচ্ছেন। তারা আরও জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনও করা হয়েছে।
সংবাদ সম্মেলন থেকে বক্তারা দ্রুত প্যানেল চেয়ারম্যান আমিনুল হকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তাকে অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com