 
     পটুয়াখালীর বাউফলে মৃৎ শিল্পের মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে আয়োজিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এর আয়োজনে এবং বাউফল মৃৎ শিল্প ক্লাস্টারের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ২১ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণ শনিবার (২৫ অক্টোবর) শেষ হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জন পুরুষ শিল্পীর মাঝে সনদপত্র ও আর্থিক সম্মানী প্রদান করা হয়।
পটুয়াখালীর বাউফলে মৃৎ শিল্পের মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে আয়োজিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন) এর আয়োজনে এবং বাউফল মৃৎ শিল্প ক্লাস্টারের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গত ২১ অক্টোবর শুরু হওয়া এই প্রশিক্ষণ শনিবার (২৫ অক্টোবর) শেষ হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩০ জন পুরুষ শিল্পীর মাঝে সনদপত্র ও আর্থিক সম্মানী প্রদান করা হয়।
বাউফল পৌর শহরের ১নং ওয়ার্ডের বিলবিলাস এলাকায় অবস্থিত 'মা মৃৎ শিল্প' কারখানায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ৫ দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত চারু শিল্পী সুবল পাল। তিনি অংশগ্রহণকারী ৩০ জন মৃৎ শিল্পীকে আধুনিক রুচিসম্মত বিভিন্ন তৈজসপত্র, বিশেষ করে শো-পিস এবং ডিনার সেট তৈরির উন্নত কৌশল ও নতুন নতুন ডিজাইন সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ পেয়ে নিজেদের কাজের মানে উন্নতি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অংশগ্রহণকারী শিল্পীরা। মৃৎ শিল্পী সুকুমার পাল বলেন, "এই ট্রেনিং পাওয়ার পর আমি এখন আগের চেয়ে অনেক বেশি আধুনিক ও সুন্দর ডিজাইনের শো-পিস তৈরি করতে পারছি। আমাদের কাজের মান অনেক বেড়েছে।"
অপর প্রশিক্ষনার্থী রাসেল মৃধা বলেন, "ট্রেনিংটি পাওয়ায় আমার কাজের অনেক উন্নতি হয়েছে। আমরা যদি এভাবে মাঝে মাঝে ট্রেনিংয়ের সুযোগ পাই, তাহলে ভবিষ্যতে আরও দক্ষ হতে পারবো এবং আমাদের তৈরি জিনিসপত্রের চাহিদাও বাড়বে।"
উল্লেখ্য, বাউফলের ঐতিহ্যবাহী এই মৃৎ শিল্পকে কেন্দ্র করে স্থানীয়ভাবে পাঁচ সহস্রাধিক নারী ও পুরুষের প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে এই শিল্পের কাঁচামাল সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
আয়োজক কমিটির সদস্য কমল পাল বলেন, "মৃৎ শিল্পের তৈজসপত্র তৈরির জন্য প্রধান উপাদান হলো এটেল মাটি। কিন্তু বর্তমানে ভালো মানের এটেল মাটি পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। আমাদের এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারি উদ্যোগে মাটির সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।"###
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com