 
     পটুয়াখালীর গলাচিপা থানার চৌকস উপপরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে নারী নির্যাতন মামলার আসামি এস ডি এফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কর্মী )মোঃ এমদাদ কে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রবিবার বিকেল ৫. ৩০ সময় উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালীর গলাচিপা থানার চৌকস উপপরিদর্শক (এসআই) কামালের নেতৃত্বে নারী নির্যাতন মামলার আসামি এস ডি এফ (সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কর্মী )মোঃ এমদাদ কে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, রবিবার বিকেল ৫. ৩০ সময় উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারী নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলাটির পর থেকেই আসামি পলাতক ছিল। ঘটনার পর থেকে গলাচিপা থানা পুলিশের তৎপরতার ফলে আসামির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে চৌখস (এসআই) কামালের নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার জেলহাজতে প্রেরণ করা হবে।
গলাচিপা থানার ওসি (অফিসার ইনচার্জ) আসাদুর রহমান জানান, “নারী নির্যাতনের মতো অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এবং নারী নির্যাতন বন্ধে পুলিশের এমন ভূমিকার প্রশংসা করেছ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com