 
     
 
নিরাপদ পথের আহ্বান
চলো সবাই পথে নামি,
নিয়ম মানি, জীবন দামি।
সচেতনতা হোক সাথি,
ফিরে আসুক ঘরে রাতি।
হেলমেট পরে চালাও ভাই,
সিগন্যাল মানো, রক্ষা পাই।
একটু ধৈর্য সবার মেলে,
দুঃখ মুছে হাসি ফোটে।
নিরাপদ হোক পথঘাট,
চালক-যাত্রী এক সাথে হাত।
জীবন মানেই প্রিয় সম্বল,
নিয়ম মানলেই নিরাপদ চল।
স্বপ্নের কাগজ
ছোটবেলায় বই হাতে নিতাম,
লেখার পাতায় মন হারাতাম।
মানুষ লেখে মুগ্ধ হ’য়ে,
ভাবতাম আমিও লিখব ন’য়ে।
স্বপ্ন জাগে হৃদয়-মাঝে,
ছাপা হবে আমার কাজে।
একদিন নাম ছাপা পেয়ে,
মনটা উড়ল নীলিমা বেয়ে।
আজকে দেখি সত্যি হলো,
মনের আকাশ রঙে ঢললো।
আনন্দে ভাসে হৃদয়খানি,
লেখার জগৎ আমার জানি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com