সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী চট্টগ্রামবাসীদের ঐক্যবদ্ধ করা, তাদের কল্যাণে কাজ করা এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার লক্ষ্যে গঠিত হলো নতুন সংগঠন ‘চট্টগ্রাম উন্নয়ন পরিষদ ইউএই’।
রবিরার (১৯ অক্টোবর) রাতে দুবাইয়ে এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে ইয়াকুব সৈনিককে সভাপতি, সেলিম রেজাকে সাধারণ সম্পাদক এবং জুলফিকার ওসমানকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় উপদেষ্টা হিসেবে মীর কামাল ও হাজী শরাফত আলী এবং সদস্যদের মধ্যে নজরুল ইসলাম, আজিম উদ্দিন, নুরুল আবছার, ফরিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সভাপতি ইয়াকুব সৈনিক বলেন, “প্রবাসে চট্টগ্রামবাসীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে আমরা চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে তুলে ধরতে চাই।”
উপদেষ্টারা জানান, সংগঠনটি সাংস্কৃতিক আয়োজন ছাড়াও অসহায় প্রবাসীদের সহায়তায় তহবিল গঠন, চিকিৎসা সেবা, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করবে। বিশেষ করে প্রবাসে কেউ মারা গেলে মরদেহ দেশে পাঠানো বা আর্থিক সংকটে থাকা প্রবাসীদের সহায়তায় এগিয়ে আসবে।
তারা বলেন, এই সংগঠন শুধু একটি সামাজিক প্ল্যাটফর্ম নয়; বরং এটি হবে চট্টগ্রামের কৃষ্টি, ভাষা ও ইতিহাস তুলে ধরার গর্বিত মাধ্যম।
চট্টগ্রাম উন্নয়ন পরিষদ গঠনের মাধ্যমে প্রবাসী চট্টগ্রামবাসীদের মধ্যে নতুন মাত্রার সামাজিক সংযোগ স্থাপন হবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com