বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণের বকেযা গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক সুবিধার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। রবিবার ১১ টায় জয়পুরহাট সুগার মিলস লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতি আয়োজনে চিনিকলের প্রধান গেইটের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।
পরে চিনকল চত্ত¡রে বিক্ষোভ মিছিল শেষে অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটি পাওনা ক্ষতিপুরন সহ সমুদয় অর্থ পরিশোধ, সরকারী নির্দেশ অনুযায়ী অবসরপাপ্তদের উৎসব বোনাস, বৈশাখী এবং চিকিৎসা ভাতা প্রদান ও অবসরপ্রাপ্তদের গ্র্যাচুইটির ২০ শতাংশ অর্থ প্রদান সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়ে চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের মাধ্যমে শিল্প উপদেষ্টা বারাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় জয়পুরহাট সুগার মিলস লিঃ এর অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যান সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপত্বিতে এ কমৃসূচীতে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপদেষ্টা বাবুল করিম, সওদাগর জহুরুল হক, কোষাধ্যক্ষ সমলেম বিশ^াস ও জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com