সাতক্ষীরা আমলী আদালত (৪) এর সিআর ৩০৭/২৫ ভূমি অপরাধ প্রতিরোধ মামলার তদন্তকারী পিবিআই কর্মকর্তা এসআই বায়জিদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কলারোয়া প্রেসক্লাবে উপজেলার মানিকনগর গ্রামের মৃত সামসুল হক গাজির মেয়ে রেকসানা খাতুন এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, পিতার মৃত্যুর পর তিনি ১ একর ২০ শতক জমির মালিক হন। কিন্তু ভাই শফিকুর রহমান জমি দিতে অস্বীকার করে হুমকি দেয়। পরে তিনি আদালতে মামলা করেন। এসিল্যান্ডের তদন্তে আপোষ মিমাংসার মাধ্যমে জমির সীমানা নির্ধারিত হয় এবং আদালত তার ভোগদখল বহাল রাখে।
তিনি অভিযোগ করেন, ২৬ এপ্রিল ২০২৫ তারিখে ভাই শফিকুর রহমান, চাচাতো ভাই রেজাউল করিম ও রফিকুল ইসলাম জাল কাগজ তৈরি করে তাকে জিম্মি করে জমিতে প্রবেশে বাধা দেয় এবং জমি দখল করে ধান রোপণ করে। সীমানা পিলারও তুলে ফেলে।
এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে তদন্তভার পিবিআই কর্মকর্তা এসআই বায়জিদের ওপর অর্পিত হয়। অভিযোগ রয়েছে, তিনি আসামিদের প্রভাবে টাকা নিয়ে বাদীপক্ষকে ভয়ভীতি দেখান এবং জমি ফেরত না দেওয়ার পরামর্শ দেন। রেকসানা জানান, বায়জিদ তাকে হুমকি দেন এবং আদালতের দ্বারস্থ হতে বলেন।
তিনি সংবাদ সম্মেলনে পিবিআইয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com