এম এল এম কোম্পানি ব্রাইট ফিউচার এর প্রতারক আক্তার হোসেনকে গ্রেফতার করছে র্যাব-১ ।১৩ টি প্রতারণা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী আক্তার হোসেন সোহেল (৩৫)'কে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১।ব্রাইট ফিউচার লিমিটেড নামীয় প্রতিষ্ঠানটি ২০১৪ ইং সালে রাজধানীর উত্তরা ৩নং সেক্টরে প্রতিষ্ঠিত হয়।
অভিযুক্ত মোঃ আকতার হোসেন সোহেল (৩৫) উক্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। তার স্থায়ী ঠিকানা-রংপুর জেলার কাউনিয়া থানাধীন ভরাব বিছু গ্রামে। তার পিতার নাম সাইদুর রহমান। উক্ত প্রতিষ্ঠানের নামে সে ডাবল স্কিমের প্রলোভন দেখিয়ে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মোট ১৩টি প্রতারণা মামলার তথ্য রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার উত্তরা পশ্চিম থানায় ০৮টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কয়েকজন ভুক্তভোগী র্যাব ১ বরাবর অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ দাখিল করলে র্যাব-১ বিষয়টি নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। অভিযুক্ত অত্যন্ত চতুর প্রকৃতির লোক। সে কোন মোবাইল নাম্বার ব্যবহার না করে হোয়াটস অ্যাপের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ করতো। অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী তার প্রতারণার ধরণ ছিলো- ২৪ মাসে ডাবল স্কিম, ৩৬ মাসে ডাবল স্কিম, ৪৮ মাসে ডাবল দ্বিমের নামে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মত্মসাৎ করে। যার পরিমাণ আনুমানিক ৩০০-৪০০ কোটি টাকা। অভিযুক্তের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকা আশুলিয়ার ইজারাকান্দী মৌজায় ১৬২ বিঘা জমি তার নামে ক্রয় করা রয়েছে। ব্যাব-১ এর আভিযানিক দল কর্তৃক অদ্য ১৯/১০/২০২৫ খ্রিঃ তারিখ আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় ডিএমপি, ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা হতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। সবচেয়ে বড় আশংকার বিষয় এ আদলে ঢাকার বিভিন্ন স্থানে আরো একাধিক প্রতিষ্ঠান ভিন্ন নামে পরিচালিত হচ্ছে, যেখানে সাধারণ মানুষ একইভাবে অতিরিক্ত মুনাফার আশায় অর্থ বিনিয়োগ করে প্রতারিত হচ্ছে মর্মে আশংকা করা যায়। প্রতারকদের বিরুদ্ধে র্যাবের আইনগত কার্যক্রম অব্যাহত আছে।
অভিযুক্তের বিরুদ্ধে মামলা সমূহঃ ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-৪, তারিখ- ০৪ মে ২০২৩ ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯, ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-৪৮, তারিখ- ২৬ জুন, ২০২৩। ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ Penal Code, ১৮৬০, বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২, ঢাকা মহানগর সিআর নং-১৬৩৩/২৩, তারিখ- ০৮ আগস্ট, ২০২৪: (ঢাকা, উত্তরা পশ্চিম) ঘটনার সময় ধারা সিআর মামলায় অভিযুক্ত
বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২, ঢাকা মহানগর সিধার নং-১৪১২/২৩, তারিখ- ০৮ আগস্ট, ২০২৪: ঢাকা, উত্তরা পশ্চিম) ঘটনার সময় ধারা- সিআর মামলায় অভিযুক্ত বিজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২, ঢাকা মহানগর সিআর নং-১২৪০/২৩, তারিখ- ০৮ আগস্ট, ২০২৪। (ঢাকা উত্তরা পশ্চিম) ঘটনার সময় ধারা সিআর মামলায় অভিযুক্ত
বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২২, ঢাকা মহানগর সিআর নং-১৪১১/২৩, তারিখ- ০৪ আগস্ট, ২০২৪: (ঢাকা, উত্তরা পশ্চিম) ঘটনার সময় ধারা- সিআর মামলায় অভিযুক্ত বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২২, ঢাকা মহানগর, সিআর নং-১৪১০/২৩, তারিখ- ০৪ আগস্ট, ২০২৪। (ঢাকা, উত্তরা পশ্চিম) ঘটনার সময়- ধারা সিআর মামলায় অভিযুক্ত
ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-৩৫, তারিখ- ২০ আগস্ট, ২০২৩। ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ The Penal Code. 1860 ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-১৫, তারিখ- ০৬ জুলাই, ২০২৩। ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-২০, তারিখ- ১০ আগস্ট, ২০২:৩। ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-৮, তারিখ- ০৩ আগস্ট, ২০২৩। ধারা- ৪২০/৪০৬/৫০৬/১০৯ The Penal Code. ১৮৬০ ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-৩, তারিখ- ০১ অক্টোবর, ২০২৪। ধারা- ৪০৬/৪২০/৫০৬/১০৯ The Penal Code. ১৮৮০ ডিএমপি এর উত্তরা পশ্চিম থানার এফআইআর নং-২৭, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৪। ধারা- ৪০৬/৪২০/৫০৬/১০৯, আসামির বিরুদ্ধে আইন প্রক্রিয়ায় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com