পটুয়াখালীর গলাচিপার রামনাবাদ নদী পারাপারে হরিদেবপুর থেকে গলাচিপা খেয়াঘাটে জেলা পরিষদ কর্তৃক খেয়া মাঝি দিয়ে খাস আদায়ের ফলে হচ্ছে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১৬ অক্টোবর ২০২৫ থেকে রামনাবাদ নদী পারাপারে হরিদেবপুর থেকে গলাচিপা খেয়াঘাটে খাস আদায়ের কাজে জেলা পরিষদের প্রতিনিধি অফিস সহায়ক মো. সুলতান খান ও অফিস সহায়ক সমির চন্দ্র পালকে দায়িত্ব প্রদান করা হয়। তারা স্থানীয় খেয়া ঘাটের মাঝিদের সহায়তায় খাস আদায় করে আসছেন। এরফলে পারাপারের সাথে সম্পৃক্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে সাধরণ যাত্রীরা জানান। চালকসহ মটর সাইকেল পারপারে নেয়ার কথা ২০ টাকা সেখানে নিচ্ছে ৩০ টাকা। যাত্রীসহ মটর সাইকেল পারাপারে নিচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। যদি কেহ রিজার্ভ খেয়া পার হয় সেখানে খাস আদায় জন প্রতি ১০ টাকা নেয়ার পরেও খেয়া নৌকায় ১ শত টাকা নেয়া হচ্ছে। এছাড়া রাত ১০ টার পরে প্রতি খেয়ায় যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে ১ শত টাকা ও ভারী মালামাল পরিবহনে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। সাধারণ যাত্রীরা আরও জানান, পূর্বের ইজারাদার শিবু লাল দাসই ভালো ছিলো অতিরিক্ত টাকা দিতে হয়নি।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর ২০২৫ শিবু লাল দাসের ইজারার মেয়াদ শেষ হয়ে যায়।
খেয়াঘাটের কিছু মাঝি জানান, পূর্বের ইজারাদার শিবু লাল দাসই ভালো ছিলো। আগে তেলের টাকা ইজারাদারের কাছে চাইলেই পাইতাম আর এখন বাকিতে তেল কিনে খেয়া নৌকা চালাতে হয়।
এবিষয়ে জেলা পরিষদ অফিস সহায়ক মো. সুলতান খান ও সমির চন্দ্র পালের কাছে জানতে চাওয়া হয়, গত ১৬ অক্টোবর কত টাকা খাস আদায় আদায় হয়েছে, তারা প্রথমে জানান ৫০ হাজারের মত, পরে জানান ৫০ থেকে ৫২ হাজার টাকা। খাস আদায়ের টাকার সঠিক তথ্য পর্যন্ত দিতে পারেননি। অপর এক প্রশ্নে জানতে চাওয়া হয় আদায়কৃত টাকা কোথায় জমা প্রদান করা হয়েছে উত্তরে তারা জানান, আদায়কৃত টাকা তাদের অফিসে কর্মরত উচ্চমান সহকারি শামীম ও সার্ভেয়ার হাসান পরামর্শক্রমে তাদের নিজ বাসায় রাখেন।
উক্ত বিষয়ে জেলা পরিষদে কর্মরত সার্ভেয়ার হাসানের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
অপরদিকে জেলা পরিষদে কর্মরত উচ্চমান সহকারি শামীম এর মুঠোফোনে কল দিলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com