ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় দু’টি ভারতীয় এয়ারগান ও অ্যামোনিশনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবিহিনী। মঙ্গলবার রাতে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালকাটা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন, হালকাটা এলাকার গাজী আহম্মেদ আলীর ছেলে গাজী শাহীন আলী (৪২)। তাকে ও উদ্ধার করা অস্ত্র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী সূত্র জানায়, সিভিল সোর্সের দেওয়া গোপন তথ্যের ভিত্তি ব্রাহ্মণবাড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে শাহীন মিয়ার বাড়িতে সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে দুষ্কৃতিকারী গাজী শাহীন মিয়াকে অবৈধ দুইটি ভারতীয় এয়ারগান (৪.৫ মি.মি.) ও ৩৫০০ রাউন্ড অ্যামোনিশনসহ গ্রেপ্তার হয়।
সেনাবাহিনী জানায়, স্থানীয় থানায় তার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় প্রভাব বিস্তারসহ নানান অভিযোগে মামলা রয়েছে। গাজী শাহীন যৌথবাহিনীর তল্লাশি কার্যক্রমে মিথ্যাচার করে অভিযানে অসহযোগিতা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com