জয়পুরহাট ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে সম্প্রতি "পাখি কলোনি" তৈরির এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই মহতী উদ্যোগের রয়েছেন রাসেল আহমেদ, যাঁর পরিবেশ প্রেমের পরিচয় সকলের কাছেই স্পষ্ট।
এই পাখি কলোনি তৈরির মূল উদ্দেশ্য হলো, পাখির জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করা এবং তাদের প্রজননে সহায়তা করা। বর্তমান সময়ে নগরায়ন ও বন উজাড়ের কারণে পাখির আবাসস্থল দিন দিন কমে আসছে। এমন পরিস্থিতিতে রাসেল আহমেদের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
উদ্যোগ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আসিফ আল জিন্নাত। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "রাসেল আহমেদের এই কাজটি অত্যন্ত প্রশংসনীয়। পাখি আমাদের পরিবেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।"
এছাড়াও উপস্থিত ছিলেন বড়তারা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জনাব নূরুল ইসলাম। তিনি বলেন, "পাখি কলোনি তৈরির এই উদ্যোগটি একটি মডেল হিসেবে কাজ করবে এবং অন্যান্য স্থানেও এ ধরনের কার্যক্রম গ্রহণ করতে উৎসাহিত করবে।"
আরও উপস্থিত ছিলেন মকুল হোসেন, মামুন, ইপন, মিশিকুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবেশ প্রেমীরা। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এর সফল বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
উপস্থিত সকলের হাতে মাটির তৈরি কলস দেখা যায়, যা পাখির বাসা হিসেবে গাছে স্থাপন করা হবে।
এই "পাখি কলোনি" তৈরির মাধ্যমে ক্ষেতলাল উপজেলা পরিবেশ সুরক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। আশা করা যায়, এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনেককে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করবে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com