
আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে,চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়গুনা গ্রামের বাসিন্দা, চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড-এর ডায়মন্ড সদস্য এবং পরিকল্পনা ও অর্থ সম্পাদক
, দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার ওমান থেকে বিমানে দেশে ফিরলেও বাড়ি ফেরা হলো না তাঁর। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তাকে দ্রুত আগারগাঁও নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার (বয়স ৪২) চিকিৎসার উদ্দেশ্যে আজ ওমান থেকে বাংলাদেশে ফিরছিলেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার দীর্ঘদিন ধরে দুবাইতে বোরকার ব্যবসার সাথে যুক্ত ছিলেন এবং সম্প্রতি তিনি ওমানেও বোরকার (গার্মেন্টস ফ্যাক্টরি) শুরু করেন।সেখানে বহু বাংলাদেশে কর্মরত। তাঁর কর্মদক্ষতা, সততা ও আত্মনিবেদন তাঁকে কমিউনিটিতে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে পরিণত করেছিল।
তিনি ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাব পরিবারের একজন নিবেদিতপ্রাণ, সৎ ও উদ্যমী সদস্য। তাঁর অকাল প্রয়াণে ক্লাব পরিবার গভীরভাবে শোকাহত ও ব্যথিত।
মূলত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ববড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান শিকদারের পুত্র।
মোহাম্মদ নাজিম উদ্দীন সিকদার ব্যক্তিজীবনে এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। প্রথম স্ত্রী ডিভোর্সের পর তিনি আরব আমিরাতে দ্বিতীয় বিয়ে করেন।
আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করছি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবারকে এই গভীর শোক সহ্য করার তাওফিক দান করেন। - ইউএই প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com