টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পরিদর্শন করেছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী তিনি প্রায় ১০টি মণ্ডপে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তা ও সুষ্ঠু উদযাপনের বিষয়ে আয়োজকদের খোঁজখবর নেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলা কালিহাতী শাজাহান সিরাজ কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক গুলশান সোসাইটি, ঢাকা এবং বর্তমানে শাজাহান সিরাজ কল্যাণ ট্রাস্টের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সফরকালে তিনি এলেঙ্গা রাধাকৃষ্ণ মন্দির, উজ্জয়িনি মহিলা পূজা পরিষদ, শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির (কেন্দ্রীয় নাটমন্দির মগড়া), মগড়া জাগ্রত যুবসংঘ পূজামণ্ডপ, হরি বাসর প্রাঙ্গণ পৌজান, কালোহা মধ্যপাড়া পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। এ উৎসব আজ সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক হয়ে উঠেছে। কালিহাতীতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করছে, এটি আমাদের গৌরবের বিষয়।”
এসময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন গোপাল চন্দ্র সাহা, সুমীর ধর, রতন কুমার দত্ত, সুজন দেবনাথ, তাপস চন্দ্র সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পূজামণ্ডপ পরিদর্শনকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। আয়োজকরা তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার এ সফর দুর্গোৎসব উদযাপনে অনুপ্রেরণা যোগাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com