আজ সারা বিশ্বে হিন্দু সম্প্রদায়ের ‘শারদীয় দুর্গাপূজা’র ধমীয় উৎসব। এটি হিন্দুদের বৃহত্তম উৎসব আর এ উৎসবের জন্য বাংলাদেশেও দুর্গাপূজার বিজয়াদশমীর দিনে সরকারিভাবে একদিনের ছুটির ঘোষণা করা হয়েছে। দুর্গাপূজা ছুটি নিয়ে টানা ৪ দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মতো এবারও পশ্চিমবঙ্গ, আসাম, ওড়িশা, বিহার, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ (পূর্বাঞ্চল) এবং বাংলাদেশেও ঐতিহ্যগত উদযাপিত উৎসবটি বিশেষভাবে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ‘শারদীয় দুর্গাপূজা’ পালন হয়। ঢাকা জেলার ‘সিভিল এভিয়েশন সার্বজনীন দুর্গা মন্দির’, শ্রী শ্রী গোবিন্দ মন্দির’ সিভিল এভিয়েশন আবাসিক এলাকা, ঈর্শ্বাল কলোনী, কুর্মিটোলা, ঢাকায় সুসজ্জিতভাবে পালন হয়।
এ উৎসবটি বাংলা বর্ষপঞ্জির আশ্বিন ও কার্তিক মাসের শুল্কপক্ষে অনুষ্ঠিত হয়। মূলত এই উৎসবটি দশ দিনের উৎসব হয়ে থাকে। এর মধ্যে শেষের পাঁচ দিনেই সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ দিন। সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে উৎসবটি। ঢাক-ঢোল-খোল-করতাল-শঙ্খ-ঘণ্টা-বাদ্য-নাচ-গান-কীর্তন-কৌতুক-ধূম-ধুনোর সুগন্ধী ধোঁয়া, ফুল-মালা-চন্দন-অগুরু-কস্তুরী-কর্পূরের মিলিত সুবাসের মধ্যদিয়ে বাংলাদেশে বিশেষ জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বিদের এ উৎসবটি। উৎসবে ফুল হিসেবে থাকছে, জবা, শিউলি, গাঁদা ও অন্যান্য ফুল। আজ বিজয়া দশীতে। এ দশমীতে প্রতিমা বিসর্জন। নবরাত্রির সময় ব্রত পালনের ক্ষেত্রে নিরামিষ ভোজন তারসাথে আরো কিছু নির্দিষ্ট নিয়ম পালন করে থাকেন হিন্দু ধর্মাবলম্বিরা।
প্রতিমা পাঁচটি উপাদোনে তৈরি এবং পূজার পর এই উপাদানগুলো আবার প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়া হয় যা প্রকৃতির চক্রের একটি অংশ হিসেবে বিবেচিত। দেবীকে স্বাগত জানিয়ে আবার প্রস্তুতির মধ্যে যেন গড়ে উঠে কল্যাণ। সমস্ত অশুভ শক্তি দূর হয়ে জেগে ওঠুক শুভশক্তি। হয়ে ওঠুক প্রয়াত পূর্বপুরুষের সকল আত্মার শান্তি। মহালয় থেকে মহালয়া। শুধু পূর্বদের আত্মার শান্তিকামনা নয়, পৃথিবীর সমগ্র কিছুর জন্য প্রার্থনা ও অঞ্জলি প্রদান করা হয় এ উৎসবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com