পার্বত্যে জেলা বান্দরবানের লামা উপজেলায় ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে ৩ রোহিঙ্গা সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ২টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশীর হেলাল মেম্বারের বাগান বাড়ীর বাসার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ২নং ব্লক এর মো. মুরাদ ও মাবিয়া বেগমের ছেলে মো. হাসান (২৭) উখিয়া উপজেলার ব্লক সি-৫ রোহিঙ্গা ক্যাম্পের মো. হাসান এর স্ত্রী ইয়াছমিন আরা (২৪) কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় বার্মা পাড়ার মো. কাশেমের স্ত্রী খতিজা বেগম (৫৫) এবং উখিয়া উপজেলার ২নং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক এর স্ত্রী শাহানুর আক্তার (৩৫)।
রবিবার দুপুরে লামা থানা এবিষয়ে লিখিত প্রেস রিলিজ দেয়। পুলিশ জানায়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ৩ জন রোহিঙ্গা সহ মোট ৪ জনকে লামা থানা পুলিশ ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজার, বান্দরবান সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে বলে জানা যায়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হায়দারনাশী গ্রামে হেলাল মেম্বারের বাগান বাড়ীর বাসার সামনে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালীন সময় স্থানীয় জনগণ তাদের আটক করে। পরবর্তীতে স্থানীয় জনগণ পুলিশকে সংবাদ দিলে কুমারী ক্যাম্পের ইনচার্জ এস আই জামিল আহমদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন এবং আটককৃত রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের পুলিশ হেফাজতে নিয়ে যায়।
তিনি আরো বলেন, উক্ত ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে লামা থানার মামলা নং-১১, তারিখ-২৮/০৯/২০২৫ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) রুজু করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com