মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরকাচি কাটা(সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের বাড়ি সংলগ্ন) এলাকার রানু বেগম (৬৫) নামে এক বৃদ্ধার হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুর।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকার চরকান্দি থেকে একটি হত্যা মামলার আসামী কাজী রাসেল সবুজকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প।
গ্রেফতারকৃত আসামী ঢাকার ইব্রাহিমপুর থানার পশ্চিম শেওড়া পাড়ার মৃত কাজী কেরামত আলীর ছেলে।বর্তমানে সে উপজেলার যাদুয়রচর এলাকায় বসবাস করেন।সে আগে নিহত রানু বেগমের বাড়িতে ভাড়া ছিলেন।
নিহতের বাড়িতে চুরির অভিযোগে গ্রেফতারকৃত আসামীকে সন্দেহ করার কারনে ক্ষিপ্ত হয়ে রানু বেগমকে হত্যা করেছে বলে জিজ্ঞাসাবাদে এ তথ্য জানান।
নিহত রেনু বেগমকে গত ২২ সেপ্টেম্বর নির্মমভাবে গলাকেটে হত্যার অভিযোগ রয়েছে। সেই মামলায় উক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com