জয়পুরহাট সদর থানার উত্তর জয়পুর চলন্ত গতি বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।উক্ত টুর্নামেন্ট মোট চার টি দল অংশগ্রহণ করেন।দলগুলো হলো চকশ্যাম যুবসংঘ, কুঠিবাড়ি ব্রিজ, ফ্রেন্ডস ফর এভার, দোগাছি লিজেন্ড। উক্ত টুর্নামেন্টে বিজয়ী দল হিসেবে প্রথম হয়েছেন এবং দ্বিতীয় হয়েছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিল আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট, প্রধান আলোচক মোঃ তামবিরুল ইসলাম অফিসার ইনচার্জ জয়পুরহাট সদর থানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মর্জিনা বেগম উপজেলা সমবায় অফিসার, আজিম হোসেন ০২নং দোগাছি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান, ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উত্তর জয়পুর চলন্ত গতি বহুমুখী সমবায় সমিতি।
বক্তারা মাদক সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য প্রদান করেন, জীবনকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন, মাদককে না বলি সুস্থ সুন্দর যুবসমাজ গরি । যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকায় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা, এটি একটি সামাজিক ব্যাধি,যুব সমাজকে এগিয়ে আসতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমেই একে নির্মূল করা সম্ভব হবে বলে অনেকেই মনে করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com