শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন,বিএনপি ও জামায়াতে ইসলামি। উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের বরদ্দৈন সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী'র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার অনিল চন্দ্র দেবনাথ।
মাষ্টার টুনু কর্মকার ও বিক্রম কর্মকার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা সেনা নিবাসের সিও লে: কর্ণেল হাসান,চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ,
জামায়াতে ইসলাসী চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন, জামায়াতে ইসলামি চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, মাষ্টার রুপম সেন গুপ্ত,বীর মুক্তিযোদ্ধা কনক চৌধুরী।
আলোচনা সভায় জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চৌদ্দগ্রমের ২২টি মন্দিরে নির্বিঘ্নে পুজা উদযাপন করার জন্য উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা সার্বক্ষণিক শৃঙ্খলার দায়িত্ব পালন করবে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন বলেন, দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ উৎসব পালন করে আসছে। এবছর ও তার ব্যতিক্রম হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার নেতৃত্বে উপজেলা, ইউনিয়ন ও ওযার্ড পর্যায়ে দলের স্বেচ্ছাসেবকরা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে উপজেলা বিএনপি মনিটরিং টিম গঠন করেছে।
বক্তারা বলেন বিগত ৭০/৮০ বছরের মধ্যে চৌদ্দগ্রামে দুর্গাপূজায় কোন সমস্যা হয়নি এবং ভবিষ্যতে ও হবেনা।
মতবিনিময় সভার শেষ পর্যায়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাষ্টার অনিল চন্দ্র দেবনাথ ও পৌরসভা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী বাবু নকুল সাহা।
মত বিনিময় সভায় উপজেলার ২২টি মন্দির উদযাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com