বগুড়ার শিবগঞ্জে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থা সমাজিক সমস্যা সমাধান ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় নারীদের পিরিয়ডকালীন সুরক্ষা নিশ্চিতে সচেতনতা তৈরি করতে শিবগঞ্জের বিভিন্ন স্কুলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে প্রগতি কল্যাণ সংস্থা। মঙ্গলবার সকালে চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষের হাতে ছাত্রীদের স্যানিটারি ন্যাপকিন প্রদানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুজ্জামান, সেনাবাহিনীর শিবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ওমর ফারুক, চৌধুরী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, শিবগঞ্জ বালিকা স্কুলের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানা, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, সদস্য মোহাম্মদ আলী প্রমূখ। প্রধান অতিথি বলেন দেশে এখন মাত্র এক-তৃতীয়াংশ নারী পিরিয়ডকালীন সুরক্ষায় স্যানিটারি প্যাড ব্যবহার করে। বাকিরা অস্বাস্থ্যকর উপায় বেছে নেওয়ায় বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তাই এ বিষয়ে সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com