ঠাকুরগাঁও পৌর শহরের রোড বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে ৮টি দোকান। শনিবার সকালে রোড বাজারে বৈদ্যুতিক তারের শর্ট-সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে। মুদিখানা, টেইলর্স, ইলেক্ট্রিক,
জুতার দোকান ও গোডাউন সহ মোট ৮টি প্রতিষ্ঠানের সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা ফায়ার সার্ভিস কি খবর দিলে দিলে ২ টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পরবর্তীতে আরও একটি ইউনিট সেখানে যুক্ত হয়। পানির তেমন কোন ব্যবস্থা না থাকায় দেড় কিলোমিটার দূরে সুখ নদী থেকে পানির ব্যবস্থা করতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। পরবর্তীতে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
দুর্গাপূঁজা উপলক্ষে দোকানগুলোতে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন পূর্ণ তুলেছিলেন ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডের ঘটনার সর্বহারা হয়েছে তার।
এ বিষয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর ইন্সপেক্টর মোজাম্মেল হক জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৬৫ থেকে ৭০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক জেলা প্রশাসক ইসরাত ফারজানা তিনি বলেন এই ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা করে সরকারের তরফ থেকে সহযোগিতা করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com