বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব পাড় ডাকুয়া গাজী বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে আমড়া, আমলকি, জলপাই, কাঁঠাল, জাম, জামরুলসহ নানা প্রজাতির ফলজ গাছ রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মো. আহসান উদ্দিন জিকো, সিনিয়র সদস্য মো. হেমায়েত হোসাইন, মো. হামিদুল ইসলাম, সদস্য মো. শাহিন নায়েব ও তাওহিদ হোসেন।
এছাড়াও স্থানীয় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইরতাজুল গাজী, আবদুল মান্নান গাজী, সাইদুল গাজী, বশির গাজী, অলিউল, জসিম মোল্লা, মজিবর ফকির, মোস্তফা গাজীসহ অনেকে।
শুভসংঘের উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান বলেন, “বসুন্ধরা শুভসংঘ সারাদেশে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা মসজিদের পাশে ফলজ গাছ রোপণ করেছি। এর উদ্দেশ্য হলো এলাকার শিশু থেকে শুরু করে প্রবীণ সবাই যেন সহজে পুষ্টিকর ফল পায়। আমরা চাই, প্রতিটি মসজিদের চারপাশে ফলজ বাগান গড়ে উঠুক এবং তা সবার জন্য উন্মুক্ত থাকুক।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com