টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লে. ইশতিয়াক হোসেন নাসিফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু, সদস্য সচিব প্রবাল ভট্টাচার্য মানিক
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভিপি, জামাতি ইসলামী বাংলাদেশ নেতা অধ্যাপক আশরাফ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
সভায় সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়, যাতে পূজা উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ইউএনও খায়রুল ইসলাম বলেন, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক দল তৈরি এবং সূর্যাস্তের আগে বিসর্জন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নৌকায় অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়া থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি।
ওসি মাহবুবুর রহমান আশ্বাস দেন, যেকোনো নিরাপত্তা-সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে পুলিশ মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রদীপ ব্যানার্জী নীরু বলেন, “প্রতিমার নিরাপত্তা নিশ্চিত করা না গেলে পূজা অনুষ্ঠান না করাই উত্তম।”
সভায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করার মাধ্যমে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সহযোগিতার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com