জানা যায়, আরেফিন কবীর জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে তার মামার বাড়িতে বসবাস করে আসছে।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকাবাসি জানান, একসময় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিল কিন্তু স্বৈরাশাসক এর আমলে তাকে বি এনপির কোনো মিটিং মিছিলে দেখা যায়নি বলে জানান তারা।
স্থানীয় বিএনপির ও অঙ্গ ও সহযোগী সংগঠনের দাবি সে সময় তার সাথে সখ্যতা ছিল সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুমের সাথে।
বলা চলে তিনি সবসময় দাপটওয়ালা লোকের সাথে চলেন যার জন্য এলাকাবাসী অনেকেই তাকে দেখে ভীত থাকে কারণ সে সবসময় পাওয়ার পার্টির লোক।
গোদাশিমলা চৌরাস্তা মোড়ের বিভিন্ন দোকান থেকে টাকা ধার নেওয়া, বাকী খাওয়া তার নিত্যনৈমিত্তিক অভ্যাসে পরিণত হয়েছে বলেও জানান দোকানীরা। এসব ধার ও বকেয়া টাকা চাইতে গেলে তাদেরকে পুলিশের ভয়, দোকান তুলে দেওয়ার হুমকি এমনকি মারধর করার হুমকিও দেন বলে গণমাধ্যম কর্মীকে জানিয়েছেন সেখানের দোকাদারগন। ভুক্তভোগী কাচামাল দোকানদার মানিক মিয়া,মিলন ও মলিন ঔষধের দোকানি, মঞ্জু মনোহারী দোকানী, হেলাল মিয়া মৎস ব্যাবসায়ী, মাংস ব্যবসায়ী এরশাদ, আসাদুল ও শফিক ফলের দোকানী, আসলাম, ওয়াসীম মনোহারী দোকানী, চা দোকানী আলাল, সাত্তার, চান বৈরাগী কাঁচামাল ও মোস্তাফিজুর রহমান বিকাশ ব্যাবসায়ী। এছাড়াও নজরুল ইসলাম নামে সাবমার্চ মেটর দেওয়ার জন্য তার নিকট থেকে নগদ দশ হাজার টাকা গ্রহন করার অভিযোগ পাওয়া যায়।
ভুক্তভোগী সকলে জানতে চায়! তার খুঁটির জোড় কোথায়? স্থানাীয় বি এনপির নেতাকর্মীদের প্রশ্ন করলে তারা বলেন, আমরা এমন অবস্থা চললে আমাদের নেতা ওয়ারেছ আলী মামুনের ভোট কমে যাবে,সাধারণ ভোটার হারাবে আস্থা, তবে আমরা আমাদের প্রিয় নেতার দৃষ্টি আকর্ষণ করছি। তবে আমরা সরাসরি তাকে (আরেফিনকে) কিছু বলতে গেলে হুুমকি প্রদান করে। এ ব্যপারে ৬ নং ওয়ার্ড বি এনপির সাধারণ সম্পাদক রাসেল মিয়া ও সভাপতি বলেন,তার বিষয়ে অভিযোগ সত্য, তাকে কিছু বলতে গেলে গালাগালি করে।
বিএনপির কেও যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এমনটাই দাবি সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির।
এনিয়ে সদর উপজেলা বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরিফিন কবির সাথে বারবার চেষ্টা করেও মিলেনি তার দেখা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com