শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর পরিদর্শন কর্মসূচির শুরুতে প্রথমে সখিপুর থানা পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি একটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং সেখানে গাছের চারা রোপণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণসহ শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসক সখিপুর ক ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি অফিস পরিদর্শন শেষ চরভায়রা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিষ্ঠিত “হাইজিন কর্নার” এর শুভ উদ্বোধন করেন। পরবর্তীতে তিনি ডিএমখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং দু:স্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, শিক্ষার মানোন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এসময়
উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লাহ খান, সহকারী কমিশনার (ভূমি) কে. এম. রাফসান রাব্বিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীসহ স্হানীয় সূধীজন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com