বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নিখোঁজ টমটম চালক অমন্ত সেন তঞ্চঙ্গ্যা (৩৬) এর লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ারসার্ভিস ও পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা দিকে জেলা সদরের ক্যাচিংঘাটা এলাকায় সাঙ্গু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন অমন্ত সেন টমটম চালিয়ে রাত করে বাসায় ফিরতেন। তবে গত ১৫ সেপ্টেম্বর বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের সদস্য মেদুক মার্মার ভাড়াটিয়ার বাড়ির পিছনে রাস্তায় প্রচুর রক্তের দাগ দেখতে পান। সেখান থেকে নিচে খালের দিকে টেনে নেওয়ার চিহ্নও মেলে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক যোগে উদ্ধার অভিযান চালালে মঙ্গল বার বিকেলে সাঙ্গু নদী থেকে গলিত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।
নিহতের মা আইল্যাবি তঞ্চঙ্গ্যা জানান, “আমার অনুমানই সত্যি হয়েছে। বালুর চরে টেনে নেওয়ার দাগ দেখে বুঝেছিলাম, ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে”।
রোয়াংছড়ি থানার এস আই শুভ্র মুকুল বলেন, “সাঙ্গু নদী থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com