রংপুরের পীরগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পীরগঞ্জ ক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে পীরগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেসক্লাব। অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক মিফতাউল ইসলামকে মারধর এবং প্রেসক্লাবে জোরপূর্বক অনধিকার প্রবেশকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ শাহ সাদা মিয়া, সাংবাদিক মাজহারুল আলম মিলন, মাহমুদুল হাসান, আব্দুল হাকিম সরকার, বক্তিয়ার রহমান, আব্দুল করিম সরকার, হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলার সাধারণ সম্পাদক ও উপজেলা সভাপতি আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় কমিটির উপদেষ্টা ও সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা, পীরগঞ্জ বণিক সমিতির সভাপতি সাইফুল আজাদসহ আরও অনেকে।
প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে পীরগঞ্জের সকল সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com