ঢাকা- চট্রগ্রাম মহা সড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার ধীতপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে সাত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) তানভীর আহমেদ বুধবার বাদী হয়ে ধৃত সাতজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, গোপনীয়তার স্বার্থে গ্রেপ্তার আসামিদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আসামীদেরকে আইনি প্রক্রিয়া শেষে বুধবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর একটার সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা ব্যানার নিয়ে মহাসড়কের ধীতপুর এলাকায় ঝটিকা মিছিল করেন। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় তাঁরা পাঁচজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে গতকাল রাতেই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে।
ভিডিও ফুটেজে দেখা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলার জিংলাতলী গ্রামের বিল্লাল হোসেন ব্যানার হাতে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। তাঁকে মহাসড়কে স্লোগান দিতে দেখা যায়
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com