ফরিদা পারভীন: স্মরণকাব্য
ভূমিকা
ফরিদা পারভীন শুধুমাত্র একজন গায়িকা ছিলেন না, তিনি বাংলার সুরের এক অমলিন প্রতীক।
লালনগীতি ও বাউলগানকে তিনি এমনভাবে হৃদয়ে তুলে ধরেছিলেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে।
আজ আমরা ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছি তাঁর জীবন, গীতিময় যাত্রা ও অমর কণ্ঠ।
কবিতা
মাটির গন্ধে মাখা,
গানেরই আলো,
তুমি দিয়েছো বুকে
অশেষ ভালো।
বাউল সুরের ছায়া,
চিরন্তন গান,
তোমার কণ্ঠে জাগে
বাংলাদেশ প্রাণ।
শ্রোতার চোখে জল,
হৃদয়ে দোলা,
স্মৃতির মাঝে বাঁচো
সুরেরই বেলা।
জীবন গেল থেমে,
সুর রবে অটল,
তুমি আছো বেঁচে
বাংলার অনল।
কবিতা
শূন্য আঙিনায় আজ,
তবু বাজে তান,
তুমি গেয়েছো সুরে
বাংলাদেশ গান।
চোখে চোখে ভাসে,
তোমারই ছায়া,
বাউলগানের বুকে
চিরন্তন মায়া।
কণ্ঠে ছিল শক্তি,
আত্মারই ডাক,
আজও বাজে সুরে
তোমারই হাক।
যতদিন বেঁচে প্রাণ,
ততদিন তুমি,
বাংলার বুকে রবে
গানেরই ভূমি।
কবিতা
চিরন্তন সুরে বাজে,
তোমারই গান,
বাংলার আকাশ ভরে
আত্মারই প্রাণ।
লালনের বাণীতে
দিয়েছো আলো,
জনতার হৃদয়ে রবে
তোমারই ভালো।
কণ্ঠে যে মাধুরী,
চিরকাল বাজে,
তুমি নেই তবু সুর
স্মৃতিকে সাজে।
সুরেরই ঐতিহ্য
তুমি করে গেছো,
বাংলার আঙিনায়
নক্ষত্র হয়ে রইছো।
উপসংহার
ফরিদা পারভীন বাংলার সুরের রানি হয়ে অমর হয়ে থাকবেন যুগে যুগে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com