গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ যেন বিলুপ্তির পথে। নিয়মিত বর্ষা না হওয়ায় এখন আর আগের মত নৌকা বাইচ অনুষ্ঠিত হয় না। দীর্ঘ ১৭ বছর পর মানিকগঞ্জে ঘিওর উপজেলার জাবরা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কালিগঙ্গা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে ১২ সেপ্টেম্বর শুক্রবার বেলা ৪ ঘটিকায় উৎসবমুখর পরিবেশে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে কালিগঙ্গা নদীর পার যেন হয়ে ওঠে এক মিলনমেলা। দূর দূরান্ত থেকে ছুটে আসে গাড়ি ও ট্রলার যোগে হাজার হাজার দর্শণার্থী। সেই সাথে দেখা মেলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হরেক রকমের নৌকা। এই নৌকা বাইচে ঘিওর উপজেলার বানিয়াজুরী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চতুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায় কমিটির সদস্য এ্যাড: নুরতাজ আলম বাহার, জেলা যুবদল নেতা মাসুদ পারভেজ, এ্যাড: মনোয়ার হোসেন, ঘিওর উপজেলা বিএনপি'র সভাপতি মানিকুজ্জামান মানিক, বিএনপি নেতা মোঃ জানে আলম, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, রাজা মেম্বারসহ বিএনপির নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের জনসাধারণ, আইন শৃঙ্খলা বাহিনী ও নৌকা বাইচ উৎসুক দর্শনার্থীরা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com