গত শুক্রবার বান্দরবান পার্বত্য জেলা বিএনপি সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ উপলক্ষে আজিজ নগর ইউনিয়নের সিপাহী হাবিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এক সভার আয়োজন করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব জাবেদ রেজা। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়কএবং বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন তুষার। জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবিদুর রহমান, বান্দরবান জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও জেলা বিএনপি'র সদস্য অ্যাডভোকেট আলমগীর হোসেন চৌধুরী, আজিজনগর সাংগঠনিক থানা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন, ইউনিয়ন বি এন পির সাবেক আহবায়ক আবুল কালাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বশিরুল আলম প্রমুখ। উপস্থাপনায় ছিলেন ইউনিয়ন বিএনপি'র সাবেক সদস্য সচিব ফরহাদ হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব জাবেদ রেজা বলেন- হানাহানি ও গ্রুপিং এর রাজনীতি বাদ দিয়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে সম্মিলিত ভাবে কাজ করে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের নেতা তারেক জিয়ার নির্দেশ মোতাবেক যারা বিএনপির ক্ষতি করেনি এবং আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত থেকে দেশ ও জাতি তথা সাধারন মানুষের ক্ষতি করেনি তারা সকলেই বিএনপি করতে পারবেন। তিনি আরো বলেন- আমি এমপি হতে চাই না, আপনাদের সেবা করতে চাই।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com