আজ বৃহস্পতিবার ১১সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে অবৈধ ও রোড পারমিট বিহীন এবং বিআরটিসি বাসের প্রতিবন্ধকতা সৃষ্টি কারী গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় লোকজন, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধী, পরিবহন শ্রমিক, ড্রাইভার ও পরিবহন সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেছেন।
উল্লেখ্য, গৌরীপুর ও দাউদকান্দী রোডে বোরাক মাদানী পরিবহন দীর্ঘদিন ধরে চলাচল করছে, যা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এছাড়া এই পরিবহনটি রোড পারমিট ছাড়া ফিটনেসবিহীন বাস দিয়ে ব্যপরোয়াভাবে পরিচালিত হচ্ছে, যা আইনগতভাবে অনুমোদিত নয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেছেন,পরিবহন লাইনটির বর্তমান পরিচালনায় রয়েছে ফেরদৌস, যিনি বিগত আওয়ামী সরকারের আমলে এমপি শামীম ওসমান ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের ঘনিষ্ঠজন। অবৈধ ভাবে চলাচলের কারণে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ও সরকারকে বড় ধরনের রাজস্ব ও অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
বক্তারা সরকারের কাছে অবিলম্বে এই পরিবহন বন্ধ করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান যাতে সড়কে স্বাভাবিক যান চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে এতে পরিবহন শ্রমিক ড্রাইভার ও সংশ্লিষ্টরা বলেন এ বিষয়ে সরকারি পদক্ষেপ না হলে আমরা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com