পঞ্চগড়ে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক হওয়া শিক্ষক মোস্তাফিজুর রহমান (৩২) এর বিরুদ্ধে আদালত রায় ঘোষণা করেছে। বুধবার জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
রায়ে অভিযুক্ত শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পঞ্চগড় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি জাকির হোসেন বলেন, “পঞ্চগড়ের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এই মামলার রায় প্রকাশ করা হয়েছে। আদালত আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আমরা রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।”
গত ১৬ এপ্রিল, বুধবার বিকেলে জেলা শহরের মসজিদপাড়া এলাকায় নিজস্ব কোচিং সেন্টারে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে তিনি পাঁচজন ছাত্রীকে নিয়ে গণিতের ক্লাস নেন। পরে অন্যরা চলে গেলে এক ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি শুরু করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মোবাইলে ভিডিও ধারণ করেন এবং হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিয়ে যান।
সেখানে উত্তেজিত জনতা পুনরায় গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে। পরে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নেয়।
আসামি মোস্তাফিজুর রহমান ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পঞ্চগড় শহরের একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ছিলেন এবং শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।
এর আগেও তার বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। এমনকি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করা হয়েছিল, তবে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন।
মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com