
মিঠাপুকুরে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারণার সাথে জড়িত চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১ ঘটিকার সময় উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ (নয়াপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, শেরপুর জেলার এক ভুক্তভোগী রিপনের দায়ের করা মামলার ভিত্তিতে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তদন্তে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। তারা প্রথমে লোভনীয় প্রস্তাব দিয়ে ভুক্তভোগীদের বিভিন্ন স্থানে ডেকে নিত। এরপর কৌশলে অজ্ঞান করে সঙ্গে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত।
অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। স্থানীয়রা এ সফল অভিযানের জন্য মিঠাপুকুর থানা পুলিশের প্রশংসা করেছেন।
পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com