যথাযথ বিধিবিধান না মেনে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা যাবে না, অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে
খুলনা বিভাগের সকল জেলায় সহস্রাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে বিভাগীয় ও জেলা শহরের কিছু কিছু প্রতিষ্ঠান এবং মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ প্রতিষ্ঠানই অদক্ষ জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা । নাম সর্বস্ব এ সকল প্রতিষ্ঠানের ভুল চিকিৎসা , ভুল রিপোর্টের কারণে রোগীর অপমৃত্যু ঘটছে এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে ।
খোঁজ নিয়ে জানা যায় নাম সর্বস্ব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকেরা বেশিরভাগই গ্রাম্য ডাক্তার অথবা পূর্বে কোন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে কর্মচারী ছিল। অধিক মুনাফার আশায় নিয়ম নীতির তোয়াক্কা না করে , ক্লিনিক ডায়গনস্টিক সেন্টারে সরকারি বিধিমালা কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ব্যবসা পরিচালনা করছে। ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনার সরকারি বিধি বিধান কাগজ-কলমে সীমাবদ্ধ রেখেই খেয়াল খুশিমতো প্রতিষ্ঠান পরিচালনা করছে । খোঁজ নিয়ে আরো জানা যায় নাম সর্বস্ব ক্লিনিকের মালিকেরা নিজেরাই ডাক্তার সেজে বসেছে । রোগী দেখছে, প্রেসক্রিপশন করছে , পরীক্ষা-নিরীক্ষা সবই করছে । বিভিন্ন অপারেশনের সময় এসব ক্লিনিকের মালিকেরা অনেক সময় চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আসে । ডাক্তার অপারেশন করে চলে যাওয়ার পর বাকি দায়-দায়িত্ব থাকে এসব প্রতিষ্ঠানের মালিক ও অদক্ষ নার্সদের উপর । বাইরে থেকে তাদের ইউনিফর্ম চলাফেরা দেখে বুঝার সুযোগ নেই যে তারা নাম সর্বস্ব ডাক্তার এবং নার্স । বিভিন্ন সময়ে এ সমস্ত প্রতিষ্ঠানে ভুল রিপোর্ট ও রুগী মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ নড়ে চড়ে বসে প্রতিষ্ঠান কিছুদিনের জন্য বন্ধ করে দিলেও বিভিন্ন ফাক ফোকরদিয়ে বেরিয়ে আবারো তার তাদের অবৈধ কার্যক্রম শুরু করে। বিভাগীয় পর্যায়ে এসকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অবৈধ কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে খুলনা বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডাঃ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন যথাযথ সরকারি বিধিবিধান না মেনে কোন অবস্থাতেই এ বিভাগে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার পরিচালনা করা যাবে না। যে সকল প্রতিষ্ঠান নিয়ম-নীতি না মেনে প্রতিষ্ঠান পরিচালনা করবে , সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহজালাল, ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন,যুগ্ম-সম্পাদক :মো. কামাল উদ্দিন,
নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী
বার্তা ও বাণিজ্য বিভাগ : মোতালেব ম্যানশন, ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
মোবাইল : 01796-777753,01711-057321
ই-মেইল : bhorerawajbd@gmail.com